Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
দুর্গাপূজায় সারা দেশে ৩ হাজার ৭৭টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে পূজা কমিটির নেতাদের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘দুর্গাপূজায় রাজধানীতে ২৩১টি পূজামণ্ডপসহ দেশের ৩ হাজার ৭৭টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পূজায় বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব আমরা। প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি জানান, পূজায় পুলিশ র্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে ১ লাখ ৬৮ হাজার আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।
এছাড়াও পূজায় মাদক সেবন ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিমা বিসর্জনের কাজ বিকেল ৩টায় শুরু করে আর রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।’
বৈঠকে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বততন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।