গত ০৪/১২/২০২৩ ইং তারিখে দৈনিক করতোয়া, প্রথম আলো, জয় জুগান্তর সহ অন্যান্য পত্রিকায় ধুনটে ব্যবসায়ীর বিরুদ্ধে জায়গা বেদখলের অভিযোগ-শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। গোসাইবাড়ি বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের সংবাদ সম্মেলনের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত বিষয় হলো, আমি রায়হান সরকার ও অপর ৩জন সহ গোসাইবাড়ি বাজারে একই দাগের জায়গা ২০০০ সালে ক্রয় করি। আমার ক্রয়কৃত দলিলে ২ শতাংশের স্থলে ১.৬৮ শতাংশ ভোগ দখল থাকাবস্থায় আমার সেমি পাকা ঘর ভাঙ্গিয়া উন্নয়ন কাজ করার সময় জাহাঙ্গীর আলম অবৈধভাবে কাজে বাধা দেওয়ায় ২৪.১০.২০২৩ তারিখে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করি। তারই প্রেক্ষিতে জাহাঙ্গীর আলম থানায় একটি পাল্টা মিথ্যা অভিযোগ দায়ের করে। যাহার প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করেন সে বিষয়ে সকলে অবগত আছে। স্থানীয় ব্যক্তিবর্গ এবং থানার নির্দেশ অমান্য করে মিথ্যা সংবাদ সম্মেলন করে আমার মান সন্মানহানি করায় প্রকাশিত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ করছি।
প্রতিবাদকারী
ব্যবসায়ী রায়হান সরকার
চিথুলিয়া, ধুনট, বগুড়া।


