প্রতিবন্ধি রিয়াদ পেল ‘আমরা ধুনট বাসী’র হুইল চেয়ার


আবু সুফিয়ান.

বগুড়ার ধুনট উপজেলায় একটি হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী রিয়াদ বাবুর (১০) পরিবারে স্বস্তির সুবাতাস বইছে। অসহায় মা-বাবার আর্থিক সংকটের কারণে এতোদিন প্রাণের ধন ছেলেকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারেনি। মানবতার ফেরিওয়ালা খ্যাত আমরা ধুনটবাসী সংগঠনের সদস্যদের অর্থায়নে রিয়াদকে একটি হুইল চেয়ার কিনে দেয়া হয়।

রোববার দুপুরে হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী রিয়াদের মা-বাবার মুখে স্বস্তির হাসি ফুটে উঠেছে। হুইল চেয়ারটি পাওয়ায় রিয়াদের মায়ের দায়িত্ব কিছুটা কমেছে। তবে পরিবারের আরো একটি দাবী, সেটা হলো রিয়াদের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড।

স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ধুনটবাসীর পক্ষ থেকে প্রতিবন্ধী রিয়াদ বাবু ও তার মা-বাবার বাড়িতে গিয়ে তাদের কাছে হুইল চেরয়ারটি বুঝে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, আমরা ধুনটবাসী সংগঠনের উপদেষ্টা ফয়জুল করিম খালিদ, সাংগঠনিক সম্পাদক আরিফিন বিল্লাহ্ বাদল, সদস্য এনামুল হক, সাদিকুল বাশার শিশির, আব্দুল্লাহ অন্তর, মেহেদী হাসান, সাব্বির আহম্মেদ, সোহেল রানা, বরকত উল্লাহ ও ফয়সাল হোসেন প্রমূখ।

উল্লেখ্য, রিয়াদ বাবু উপজেলার শ্যামগাতী গ্রামের দিনমজুর মোত্তালেব হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে রিয়াদ মেঝ। জন্মের পর থেকেই রিয়াদ শারীরিক প্রতিবন্ধী।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ