প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নাটোরে তরুণী গ্রেপ্তার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নাটোর প্রতিনিধি.


নাটোরের জেলা প্রশাসককে ফোন করে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান ‘শিলা খাতুন নামে এক তরুণী স্থানীয় একটি পূজা মণ্ডপ থেকে নম্বর নিয়ে গত ২৯ সেপ্টেম্বর রাতে আমার সরকারি নম্বরে ফোন করে। এ সময় প্রধানমন্ত্রী সম্পর্কে অকথ্য ভাষায় গালাগালি করে’।

    তিনি আরও বলেন ‘আমি ফোনটি কেটে দিলে পুনরায় ফোন দিয়ে গালাগালি করে।’

    ‘ঠিক কী বলছিলেন সেই তরুণী?’ এমনটা জানতে চাইলে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন ‘তার ভাষ্য ছিল প্রধানমন্ত্রী হিন্দুদের এত সুযোগ-সুবিধা দিচ্ছে কিন্তু মুসলমানদের জন্য কিছু করছে না।’

    তিনি বলছিলেন মেয়েটির বয়স ২২/২৩ বছর।

    গত রবিবার নাটোর শহরের স্টেশন বাজার এলাকার একটি বাড়ি থেকে শিলা খাতুনকে আটক করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ বলছে মেয়েটির অবস্থান শনাক্ত করা হয় মোবাইল ট্র্যাক করে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ