প্রধানমন্ত্রীর মনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে: রিজভী

নিউজ ডেস্ক.


প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা শিশুদের গলা জড়িয়ে ধরে আপ্লুত হচ্ছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আসলে তিনি খুশিতে আপ্লুত হচ্ছেন। উনার মনের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সুতরাং রোহিঙ্গা বেঁচে আছে না মরে গেছে সেটা দেখতেই প্রধানমন্ত্রী কক্সবাজার গিয়েছিলেন। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের ব্যাপারে রিজভী বলেন, প্রতিদিন ১০ থেকে ১২ জন বৃদ্ধ ও শিশু রোহিঙ্গা মারা যাচ্ছে। সরকারের নীতির কারণে তারা মারা যাচ্ছে। এজন্য বাইরে থেকে যে ত্রাণ আসবে তা বিতরণের বিষয়ে গণমাধ্যমে যাতে জানতে না পারে, কারণ সেখানে লুটপাটের একটি সুযোগ থাকবে। আর বিএনপি ও অন্যান্য সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে সেখানে যাতে যেতে না পারে, সরকার সেই ব্যবস্থাও করেছে। এছাড়া বাংলাদেশ সরকারের ভুল নীতির কারণেই প্রতিদিন ১০ থেকে ১২ জন রোহিঙ্গা বৃদ্ধ ও শিশু মারা যাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় বিএনপির একটি উচ্চপর্যায়ের টিম কক্সবাজার গেছে জানিয়ে রিজভী বলেন, বর্তমান সরকার অত্যন্ত নিষ্ঠুরভাবে আমাদের টিমের ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা দিয়েছে। কক্সবাজার বিএনপির অফিসের সামনে আমাদের ২২ থেকে ২৩ ট্রাক ত্রাণ আটকে দেওয়া হয়েছে।
তাহলে এই সরকার কার সরকার? রোহিঙ্গা আরো বেশী নির্যাতিত হোক, ওরা মরে যাক, ওদের কোনো সহায়তা করা হবে না- এই নীতিতে সরকার চলছে বলে মন্তব্য করেন তিনি।

ক্ষমতাসীন সরকারের যেসব মন্ত্রী, নেতাকর্মী ও তাদের আত্মীয় স্বজন বিদেশে ৮৬ হাজার কোটি টাকা পাচার করেছেন তারও তদন্ত চলছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ