প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না মন্ত্রণালয়: আইনমন্ত্রী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রধান বিচারপতির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবে না আইন মন্ত্রণালয়। আদালতের রায়কে আইনিভাবে মোকাবেলা করা হবে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মন্ত্রী এসব কথা বলেন।

    তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতির আসন সাংবিধানিক আসন। এসব আসন সম্পর্কে কথা সাবধানে বলতে হবে। ব্যবস্থা নিতে হলেও অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে।

    বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, বিএনপি যারা করে তারা আইনের প্রতি একদমই শ্রদ্ধাশীল না। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি কী বললো না বললো তাতে আমাদের কিছু আসে যায় না। তাদের কথা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এই রায়েই বলা আছে জিয়াউর রহমান এবং এরশাদ বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খল রাষ্ট্র বানিয়েছিলেন।

    কসবা-আখাউড়ার সাংসদ ও আইনমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও কাঙ্গালি ভোজ করা হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, আবুল কাসেম ভূইয়া, মনির হোসেন বাবুল, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ। এর আগে মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের শোক র‌্যালিতে অংশ নেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ