নিউজ ডেস্ক.
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা অসুস্থ নয় মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছন, আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অসুস্থ।
আজ শনিবার দুপুরে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ভাষা সৈনিক আবদুল মতিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘একজন রাষ্ট্রভাষা মতিন ও আজকের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদু এই মন্তব্য করেন।
দুদু বলেন, ‘আমাদের প্রধান বিচারপতি গত রাতে প্লেনে ওঠেছেন। ওঠার আগে দু-চারটা কথা বলেছেন। একটি চিঠিও দিয়েছেন সাংবাদিকদের কাছে। তিনি বলেছেন, আমি অসুস্থ না। একেবারে স্পষ্টভাবে দেশের প্রতিটি সংবাদমাধ্যমে আজকে এসেছে। তাহলে অসুস্থটা কে? অসুস্থ হচ্ছে আইনমন্ত্রী, অসুস্থ হচ্ছে অ্যাটর্নি জেনারেল আর এদের যে বস সরকার প্রধান, যিনি এটার অনুমোদন করেছেন। সেটাও একটা অসুস্থতার লক্ষণ’।
আলোচনা সভায় সভাপতিত্ব করন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাষা সৈনিক আবদুল মতিনের সহধর্মিণী গুলবদন নেসা মতিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী, বংশাল থানা কৃষক দলের সভাপতি আবদুর রাজী প্রমুখ।

