প্রযোজককে বিয়ে করছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক.



প্রযোজক সাব্বির চৌধুরীকে অভিনেত্রী তানিয়া বৃষ্টি বিয়ে করতে যাচ্ছেন। গত ৩০ জুন তানিয়া বৃষ্টির সঙ্গে সাব্বির চৌধুরীর বাগদান সম্পন্ন হয়।

সাব্বির চৌধুরী অস্ট্রেলিয়ার এবিসি চ্যানেলের একজন টেকনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এ ছাড়া বাংলাদেশের একজন নাট্য প্রযোজক হিসেবেও পরিচিত সাব্বির।

সাব্বির চৌধুরীর প্রযোজনায় বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। মূলত সেই সূত্র ধরে সাব্বিরের সঙ্গে তাঁর পরিচয় এবং পরে তাঁরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে প্রযোজক সাব্বির চৌধুরী বলেন, ‘তানিয়া বৃষ্টি আমার প্রযোজনায় নোবেল ভাইয়ের সঙ্গে সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছে। প্রথমে আমরা দুজন ভালো বন্ধু ছিলাম। পরে আমরা হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আগামী বছরের শুরুতে আমরা বিয়ে করার পরিকল্পনা করছি।’

২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তানিয়া বৃষ্টি। এরপর ‘লাভার নাম্বার ওয়ান’, ‘আয়না সুন্দরী’, ‘যদি তুমি জানতে’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন তানিয়া বৃষ্টি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ