Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

প্রশংসা পত্রের জন্য টাকা না দেয়ায় বগুড়ার ধুনট উপজেলায় সৌরভ হাসান (১৭) নামে এক শিক্ষার্থীকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার এলাঙ্গী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে আহত শিক্ষার্থী।
জানা গেছে, উপজেলার শৈলমারি গ্রামের এনায়েত আলীর ছেলে সৌরভ হাসান এবছর এলাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় এসএসসি পাশ করেছে। কলেজে ভর্তির জন্য মঙ্গলবার সকালের দিকে প্রশংসা পত্রের জন্য ওই বিদ্যালয়ের অফিস কক্ষে যায় সৌরভ হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রশংসা পত্রের জন্য শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা দাবি করে। এসময় ওই শিক্ষার্থী ২০০ টাকা দিতে রাজী হয়।
এ বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক ও ওই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় বিদ্যালয়ে অফিস সহকারি জামিল উদ্দিন অফিস কক্ষের ভেতর শিক্ষার্থী সৌরভ হাসানকে মারধরের একপর্যায়ে নাকে ঘুষি মেরে ফাটিয়ে দেয়। পরে সহপাঠিরা সৌরভ হাসানকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছে।
বিদ্যালয়ের অফিস সহকারি জামিল উদ্দিন ধুনট বার্তাকে বলেন, প্রশংসা পত্রের বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককের সাথে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ওই শিক্ষার্থীকে কক্ষ থেকে বের করে দেওয়ার সময় ধাক্কা লেগে আহত হয়েছে। তাকে কোন প্রকার মারধর করা হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ধুনট বার্তাকে বলেন, প্রশংসা পত্রের জন্য ৩০০ টাকা চাওয়া হয়েছিল। ওই শিক্ষার্থী টাকা না দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। তখন তাকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। অফিস কক্ষের ভেতর কোন মারধরের ঘটনা ঘটেনি।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
