Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

স্টাফ রিপোর্টার.
বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষায় ছেলে-মেয়ে সমতা অর্জিত হয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে বই পাওয়ায় শিক্ষার প্রতি তাদের আগ্রহ বেড়েছে। এটা সরকারের বড় সফলতা। শুধু বই সরবরাহ নয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) শিক্ষা-সংক্রান্ত সব লক্ষ্যই অর্জন করেছে বাংলাদেশ। বিনা মূল্যের বই, উপবৃত্তি, স্কুল ফিডিং প্রভৃতির সুফল পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে মেয়েদের আগ্রহও বেড়েছে। শতভাগ শিশুকে স্কুলে নিয়ে আসা সরকারের বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সফল হয়েছি। এসব ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কর্মসূচি। এ সরকারের আমলে শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী (ইউএনও) রাজিয়া সুলতানা।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা বিভাগ রাজশাহীর উপ-পরিচালক আবুল কালাম আজাদ, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও আব্দুল কুদ্দস।
আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত ৩৮জন শিক্ষক ও ১৭৭জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ২৯জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ডিভাইস (হুইল চেয়ার, ক্রেচার, চশমা ও হেয়ার এইড) বিতরণ করা হয়।
