প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো পাঞ্জাব

ক্রীড়া ডেস্ক.

জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের খেলার আশা বাঁচিয়ে রাখলো কিংস ইলেভেন পাঞ্জাব।
প্রতিপক্ষের মাঠে টস হেরে আগে ব্যাট করে উইকেটরক্ষক ওপেনার ঋদ্ধিমান সাহার ৫৫ বলে অপরাজিত ৯৩ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩০ রান তোলে কিংস ইলাভেন পাঞ্জাব। এছাড়াও ম্যাক্সওয়েল ২১ বলে ৪৭ ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ১৮ বলে ৩৬ রান করেন।
জবাবে বড় টার্গেটের পেছনে ভালোভাবেই ছুটছিলো মুম্বাই। শেষ ২ ওভারে তাদের প্রয়োজন ছিল ২৩ রান। কিন্তু শেষদিকে এসে পথ হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২২৩ রান করতে পারে মুম্বাই। দলের পক্ষে ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স ৩২ বলে ৫৯, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ২৪ বলে অপরাজিত ৫০ রান করেন। ম্যাচের সেরা হয়েছে ঋদ্ধিমান।
এই জয়ে ১৩ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে থাকলো পাঞ্জাব। সমানসংখ্যক ম্যাচে ১৮ পেয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মুম্বাই।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ