Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
লেখক ফরহাদ মাজহারকে নিজ জিম্মায় বাসায় ফিরতে অনুমতি দিয়েছে আদালত। আজ দুপুরে তাকে আদালতে নেয়া হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পর লেখক ফরহাদ মজহারকে নিজ জিম্মায় বাসায় ফেরার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার মহানগর হাকিম আহসান হাবিব জবানবন্দি রেকর্ড করার পরে তাকে আদালতে তোলা হলে ফরহাদ মজহারের আইনজীবী সানাউল্লাহ মিয়ার আবেদনে তাকে নিজ জিম্মায় যাওয়ার অনুমতি দেন আদালত।
নিখোঁজের পর যশোর থেকে উদ্ধার হওয়া কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারে জবানবন্দি নেয়া হচ্ছে ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবিবের খাস কামরায়। ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে মঙ্গলবার দুপুরে আদালতে নেয়া হয়।
এর আগে আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘আপাতত তাকে (ফরহাদ মজহার) আদালতে পাঠানো হবে। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দী দেবেন। সেই জবানবন্দির ওপর ভিত্তি করে তদন্ত হবে।’
উল্লেখ্য, ৩ জুলাই সোমবার ভোররাতে মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন ফরহাদ মজহার। এরপর ভোর ৫টা ২৯ মিনিটে তিনি তার স্ত্রীকে ফোন করে জানান, ‘ফরিদা, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে তার স্ত্রী আদাবর থানায় অভিযোগ করেন।