ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

নিউজ ডেস্ক.

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নুশরাত (৮) ও জিহাদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিহত নুশরাতের বাবা রিপন খান আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বটতলা এলাকায় একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রলি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নুশরাত ও জিহাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রিপন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদরপুর থানার এসআই মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ