ফের হাসপাতালে শাকিব খান

বিনোদন ডেস্ক.

আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাকিবের চাচাতো ভাই মনির জানান, সোমবার সকাল থেকেই শাকিবের বুক ও ঘাড়ে ব্যথা হচ্ছিল। তাই চেকআপের জন্য হাসপাতাল যান। তখন ডাক্তারের পরামর্শে সেখানে তাকে ভর্তি করা হয়। ডা. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন শাকিব।
এর আগে গত ১৩ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে একই হাসপাতালে গিয়েছিলেন শাকিব খান। চিকিৎসক তার শারীরিক অবস্থা দেখার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। একদিন পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ