ফেসবুকে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ট্রল তৈরি করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। ট্রলকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা পেজ, এসব ট্রল-শিকারিদের হাত থেকে রেহাই পাচ্ছেন না হলিউড ও বলিউডের কোনো তারকাই। এনডিটিভির এক খবরে জানা যায়, কিছুদিন আগেই এই ট্রল তৈরিকারকদের ওপর চটেছেন জাতীয় পুরস্কার পাওয়া বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
‘প্রেম রতন ধন পায়ো’ খ্যাত ৩১ বছর বয়সী এই অভিনেত্রী টুইটারে নিজের ভক্ত ও অনুসারীদের প্রতি সেলিব্রেটিদের নিয়ে ট্রল না করার আহ্বান জানান সোনম। তিনি লিখেন, ‘আমি আমার অনুসারী ও ভক্তদের অনুরোধ করব যে তাঁরা যেন কাউকে ঘৃণা না করেন এবং তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা না ঘামান। এর চেয়ে ভালো কিছু করুন।’
সোনম আরো লিখেন, ‘দয়া করে মনে রাখবেন চাটুকারিতার উৎকৃষ্ট উপায় হচ্ছে নকল করা। এটি শুধু প্রশংসার প্রদর্শনী মাত্র। দয়া করে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাঁটাবেন না এবং ট্রল করবেন না।’ এই টুইট নিয়ে সোনম ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গত মাসে ভারতের জাতীয় সঙ্গীতের কথা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সোনম। নিন্দুকরা বলেছিলেন সোনম ভারতের জাতীয় সঙ্গীতের কথা জানেন না।
তবে নিন্দুকদের জবাব সঙ্গে সঙ্গে দিয়েছেন সোনম, ‘আমি একজন গর্বিত ভারতীয়। আমি আমার দেশকে ভালোবাসি কিন্তু আপনাদের মতো ধর্মান্ধদের কাছে আমি জাতীয়তাবিদ্রোহী, এর কারণ আমি উচিত প্রশ্ন করি এবং সমালোচনা করি। আরো একবার জাতীয় সঙ্গীত শুনছি। ছোটবেলায় শোনা লাইনগুলো মনে করার চেষ্টা করছি। হিন্দু মুসলিম, শিখ, ঈসাই…’
নিজের এই ঠোঁটকাটা স্বভাবকে দারুণ উপভোগ করেন সোনম। নিজের এই অবস্থান থেকে যে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তার প্রমাণ কয়েকদিন আগেই হিন্দুস্তান টাইমসে নিজের লেখা একটি ব্লগে দিয়েছেন সোনম। ‘আমি সবসময় উচিত কথা বলতে পছন্দ করি। কারণ আমি ধর্মান্ধ নই। যখন আপনি একটি শব্দের ব্যবহার করবেন তা আপনাকেই প্রতিফলিত করবে আমাকে নয়। চলুন বাঁধনমুক্ত হই। চলুন রসিক হই, চলুন নিজেকে নিযুক্ত করি, চলুন সব অসম্মতিতে সম্মত হই, চলুন ছেঁটে ফেলি সব অপব্যবহার।’
‘নিরজা’ চলচ্চিত্রের জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জয়ী সোনমের এ বছর তিনটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথা রয়েছে। শশাঙ্ক ঘোষ পরিচালিত নারীকেন্দ্রিক চলচ্চিত্র ‘ভিড়ে ডি ওয়েডিং’ চলচ্চিত্রের কাজ প্রায় শেষের দিকে নিয়ে এসেছেন সোনম। তিনি ছাড়াও এতে অভিনয় করছে কারিনা কাপুর, সারা ভাস্কর ও শিক্ষা তালসানিয়া। এ ছাড়া অক্ষয় কুমারের সঙ্গে ‘প্যাডম্যান’ এবং ফারহান আক্তারের সঙ্গে ‘ব্যাটেল অব বিট্টোরা’ চলচ্চিত্রে অভিনয় করছেন সোনম।