ফেসবুক বান্ধবীকে ধর্ষণ, ২ আসামি রিমান্ডে

রাজশাহী প্রতিনিধি.


রাজশাহীতে ফেসবুক বান্ধবীকে ডেকে বাগান বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণের ঘটনায় আসামি শামসুল আলম বাদশা এবং আবু ফায়েজ ওরফে নাহিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জাহিদ হোসেন তাদের জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করেন।

নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি বাদশা ও নাহিদ বর্তমানে কারাগারে আছেন। আজকালের মধ্যেই তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গত ৩১ জুলাই চাঁপাইনবাবগঞ্জের এক তরুণীকে ডেকে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় গ্রীন গার্ডেন রেস্ট হাউস নামে একটি বাগান বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর ওই রাতেই তরুণী শাহ মখদুম থানায় মামলা করেন। অভিযান চালিয়ে পরদিন ভোরে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

আসামিরা হলেন- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) রাজশাহী শাখার সাবেক শিক্ষক শামসুল আলম বাদশা (৩৫) এবং রাজশাহীর গোরহাঙ্গা এলাকার ইজিটাস কম্পিউটার দোকানের স্বত্ত্বাধিকারী আবু ফায়েজ নাহিদ (৩০)।

তাদের মধ্যে বাদশার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল গ্রামে। আর নাহিদের বাড়ি একই উপজেলার হাসনিপুর গ্রামে। তারা দুজনেই রাজশাহী শহরের বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ