ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র আনিসুল হক জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে আসছেন।
নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে আগামী ১৪ মে (রবিবার) ‘আমরা ঢাকা’ ফেসবুক পেইজে ঘণ্টাবাপী এ লাইভ অনুষ্ঠানে থাকবেন তিনি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় এ লাইভ অনুষ্ঠান শুরু হবে।
টেলিভিশন উপস্থাপক, উদ্যোক্তা ও একই সঙ্গে এ রাজনীতিবিদ ২০১৫ সালের ২৮ এপ্রিল বিভিক্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে দুই বছর পূর্ণ হয়েছে গত মাসে। এই দুই বছরে ঢাকার নাগরিকদের আকাশ ছোঁয়া প্রত্যাশার কিছুটা পূরণ করেছেন মেয়র আনিসুল হক। একই সঙ্গে রয়েছে অনেক ব্যর্থতাও।
নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি, পরিকল্পনা এবং সম্ভাবনা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি প্রায়ই কথা বলেন। শোনের নাগরিকদের সমস্যার কথা এবং সমাধানের আশ্বাস দেন। এবার নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে আনিসুল হক হাজির হবেন ফেসবুক লাইভে।
নিউজ ডেস্ক. প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের জন্য শনিবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর…