বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বই মানুষকে আলোর পথ দেখায়। অন্ধকার পথ মানুষকে ধ্বংস করে। এজন্য আলোর পথের যাত্রী হতে বই এর বিকল্প নেই।
রোববার দুপুরে বিশ্ব বই দিবস উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বই দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান আরো বলেন, দেশের আগামী প্রজন্মকে আলোর পথ দেখানোর উদ্যোগ নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে তিনি দেশে সবার জন্য শিক্ষা নিশ্চিত করেছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের দিয়েছেন বই উপহার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনর রশীদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে ধুনট উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, ধুনট থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মিজানুর রহমানম, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহাসিন আলম, বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ সেজাব উদ্দিন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির পোগ্রাম অফিসার গাজী আব্দুল্লাহ শাকুর, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, বিপ্লব হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ সাদী, জাহিদুল ইসলাম, সহকারী গ্রন্থাগারিক রাশেদুল বারী খান, শিক্ষার্থী প্রতিভা ইসলাম ও মিম খাতুন প্রমুখ।