Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে (শেরপুর-ধুনট) প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৭টি রাজনৈতিক দলের মনোনিত এবং ১জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার বিকেলে ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী এতথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মজিবর রহমান মজনু, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ওমর ফারুক, জাসদ (ইনু) মনোনিত প্রার্থী রাসেল মাহমুদ, জাকের পার্টি মনোনিত প্রার্থী মাছুম রানা ওয়াসীম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনিত প্রার্থী আব্দুর নূর শেখ, ইসলামী ঐক্যজোট মনোনিত প্রার্থী নজরুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনিত প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আন্দালিবুল জান্নাত। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রাজনৈতিক দল গুলোর মনোনিত প্রার্থীরা শেরপুর উপজেলার বাসিন্দা এবং স্বতন্ত্র প্রার্থী ধুনট উপজেলার বাসিন্দা।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী বলেন, ৩০ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের শেষ দিন। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর ও ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
