
বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হকের অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭১৩২০২৪৫৫) ক্লোন করে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি ডিসি বগুড়া নামের ফেসবুক আইডির মাধ্যমে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কাছে থাকা অফিসিয়াল নম্বর (০১৭১৩২০২৪৫৫) ক্লোন করে গতকাল সোমবার গাবতলী ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কাছে টাকা দাবি করে।
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, ‘ গতকাল আমার কাছে ডিসি স্যারের অফিসিয়াল নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে সরকারি প্রকল্প বরাদ্দ পেতে টাকা দাবি করেন। তখন সন্দেহ হলে তার পরিচয় জানতে চাইলে সাথে সাথে ফোন কেটে দেন। পরে আমি বিষয়টি ডিসি স্যারকে জানাই।’
এদিকে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে বলে ডিসি বগুড়া নামে ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বলা হয়- ‘জেলা প্রশাসক, বগুড়া এর সরকারি নাম্বার ০১৭১৩২০২৪৫৫ ক্লোন করে বিভিন্ন জন কে ফোন করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য জানানো হলো।’
জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, তার অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭১৩২০২৪৫৫) ক্লোন/স্পুফিং হয়েছে। তাই এই নম্বর দিয়ে ফোন করে কারো কাছে কোনো টাকা দাবি করলে সাথে সাথে তাকে (ডিসি) জানানোর অনুরোধ করেন।
সূত্র : পুন্ড্রকথা

