Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বগুড়া প্রতিনিধি.
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্ত্র ও গুলিসহ দু’জনকে আটক করেছে এপিবিএন। মঙ্গলবার উপজেলার শাকপালা এলাকায় এক অভিযানে এ দু’জনকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আটক দুই যুবক হলেন, সাজু মিয়া (৩৫) এবং সুলতান (২০)।
এপিবিএন’র বিবৃতিতে বলা হয়েছে, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় শাহজাহান আলীর বাসায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৮টি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৩ রাউন্ড শটগানের কার্তুজ, ২ রাউন্ড গুলির খোসা ও অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিনসহ ইলেকট্রিক গ্রান্ডিং মেশিন উদ্ধার করা হয়।
এপিবিএন’র এএসপি ফরহাদ হোসেন জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।