বগুড়ায় আশা’র শিক্ষা সেবিকা সম্মেলন অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820


    শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


    বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমীতে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম।

    আশার বগুড়া ডিভিশনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার এডিসি (রাজস্ব) মোঃ আব্দুল মালেক, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন, শেরপুর উপজেলা নির্বাহি অফিসার মোঃ লিয়াকত আলী শেখ, আশার উপদেস্টা (এইচআর, ট্রেনিং এন্ড এডুকেশন) সুশীল কুমার রায়।

    আশার শিক্ষা কর্মসূচি গঠন ও পরিচালনা নিয়ে আলোচনা করেন প্রকল্প কর্মকর্তা মোঃ সামিউল হক।

    কর্মশালায় জানানো হয়, আশা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালনা করছে। বর্তমানে ৬৩ জেলায় এক হাজার আশা ব্রাঞ্চের ১৫ হাজার শিক্ষাকেন্দ্রের মাধ্যমে দরিদ্র পরিবারের প্রায় ৪ লাখ ৮০ হাজার শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে। বগুড়া জেলার ৪২৫টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ১২ হাজার শিক্ষার্থী এ সুবিধার আওতায় রয়েছে।


    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ