বগুড়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি.

বগুড়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় নুপুর খাতুন (১৩) নামে আরো এক ছাত্রী আহত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবা নন্দীগ্রাম উপজলার কৈডালা গ্রামের সারফুল হকের মেয়ে ও আহত নুপুর একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তারা দুজনেই স্থানীয় রণবাঘা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাবিবা খাতুন ও নুপুর খাতুন বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় বগুড়া-নাটোর সড়কের কৈডালা মোড় (টিটির মোড়) নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিবা খাতুন মারা যায়। গুরুতর আহতাবস্থায় নুপুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ