বগুড়ায় ‘বনলতা সেন কাব্যগ্রন্থ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি.

বাতাসের একটু ছোঁয়াও কোথাও নেই, তীব্র গরমে হাঁসফাঁস করছে সবকিছু, এরই মধ্যে মোমবাতির আলোছায়া আলোয় কিছু তরুন মোহবিষ্ট হয়ে শোনছিলেন তারুণ্যের কবি, রূপসী বাংলা আর বনলতা সেনের কবি জীবনানন্দ দাশের প্রেম আর কবিতার কথা। গরম বাড়ে, বাড়ে রাত, মোমের আলো ফুরিয়ে আসে, ফুরোয় না মোহবিষ্টতা।
গত মঙ্গলবার বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে পৌরপার্কে আয়োজন করা হয় কবি জীবনানন্দ দাশের অমর কাব্যগ্রন্থ ‘বনলতা সেন’ নিয়ে এক আলোচনা সভার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি রেজাউল করিম চৌধুরী, কবি খৈয়াম কাদের, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না ও সাজ্জাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাড. পলাশ খন্দকার, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, শিশু সংগঠক আব্দুল খালেক, কবি মনসুর রহমান, কবি পান্না করিম ও কবি হাসান সিরাজ।
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি রনজু ইসলাম। কবিতা পাঠে অংশগ্রহন করেন আল আমিন মোহাম্মদ, হিরুণ্য হারুন, শাহান-ই-জেসমিন ডরোথী, আমিনুল ইসলাম বাবু, আব্দুল্লাহ আল নোমান, সালমা আক্তার রূপা, নাজিরুল ইসলাম জীবন, আহমিদ সাব্বির, রাব্বী হাসান ও আমিনুল ইসলাম রনজু। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কবি সিকতা কাজল। আলোচনা সভাটি সদ্য প্রয়াত সাংবাদিক খন্দকার আবদুর রহীম হিরুকে উৎসর্গ করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ