বগুড়ায় ব্রীজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার


বগুড়া প্রতিনিধি.

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার একটি ব্রীজের নিচ থেকে বুধবার সকালে পাপ্পু হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ খাস পাহুঞ্জা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। পাপ্পু হোসেন তিনমাস আগে ইসলামী ব্যাংক ঢাকার সাভার শাখায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজে যোগ দেন।

জানা যায়, পাপ্পু হোসেন কয়েকদিন আগে থেকে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে তিনি সাভার থেকে কোচযোগে জয়পুরহাটের বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। বুধবার সকালে স্থানীয় লোকজন মাদলা ব্রিজের নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘ধারনা করা হচ্ছে অসুস্থ অবস্থায় পাপ্পু গাড়িতে মারা গেলে মরদেহ মাদলা ব্রিজের নিচে ফেলে রাখা হয়।’


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ