Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
শাফায়াত সজল, বগুড়া থেকে.
বুধবার সকালে বগুড়া সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হামিদুল ইসলাম এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সদর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ । এ সময় নবাগত ইউএনও আধুনিক সদর উপজেলা পরিষদ গড়তে সকলের সহযোগীতা কামনা করেন।
আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ইকবাল , সাধারন সম্পাদকআরিফুল ইসলাম শহীদ , সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুইট , সহ সাধাঃ সম্পাদক এমরান রহমান মিঠু , শাখারিয়া ইউনিয়ন জাপার সভাপতি মোজাফ্ফর হোসেন খান , সাধারন সম্পাদক শাহাদত হোসেন,
রাজাপুর ইউনিয়ন জাপার সভাপতি ইলিয়াস হোসেন নাজমু, গোকুল ইউনিয়ন জাপার সভাপতি শাহিন মন্ডল,
নুনগোলা ইউনিয়ন জাপার সভাপতি আবু তাহের, এরুলিয়া ইউনিয়ন জাপার সভাপতি মামুনুর রশীদ মামুন ,
সহ সভাপতি রিমন সরদার , নিশিন্দারা ইউনিয়ন জাপার সভাপতি জাহেদুর রহমান, সাধারন সম্পাদক মুন্জুরুল আলম মুন্জু , শেখেরকোলা ইউনিয়ন জাপার সভাপতি আব্দুল মান্নান , সাধাঃ সম্পাঃ সেকেন্দার আলী , সাংগঠনিক সম্পাঃ আব্দুল মমিন , নামুজা ইউনিয়ন জাপার সভাপতি মোজাহার হোসেন লয়া জেলা কৃষক পার্টির যুগ্ম সাধাঃ সম্পাঃ সুলতান মাহমুদ কনক , শহর যুব সংহতির আহবায়ক মাকসুদ আলম , সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু , সদর যুব সংহতির সদস্য সচিব মনির খান , জাপা নেতা মাহবুবুর রহমান , মকিম মন্ডল , মিজানুর রহমান , ফরিদ উদ্দিন প্রমুখ।