Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
শাফায়াত সজল , বগুড়া থেকে.
শুক্রবার বিকালে বগুড়া সদরের চাঁদপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ছাত্রদের মাঝে, ফ্রেন্ডস সামাজিক সেবা সংগঠন এর পক্ষ থেকে ইফতার মাহফিল , ঈদ সামগ্রী বিতরণ ও সম্মানী টুপি পাগরী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিহারা মহিউদ্দিন আলিম মাদ্রাসার সহকারী মাওলানা হাফেজ আতিকুর রহমান । এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল ইসলাম , ইউপি সদস্য আব্দুল মান্নান , সমাজ সেবক আলহাজ¦ রওশন আলী আলো , আলহাজ¦ আমিনুর রহমান শাহিন , নিশিন্দারা ইউনিয়ন যুবলীগ এর আহবায়ক রুবেল হোসাইন , তাসাদ্দুক হোসেন , রাশেদ মাহমুদ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাফিউল ইসলাম শাফি , সাধাঃ সম্পাদক পারভেজ হাসান , সদস্য মাসুদুর রানা , সজিব উর রহমান , আব্দুল খালেক , সেলিম হোসেন , আব্দুল হাদি , তরিকুল ইসলাম , শাওন মাহমুদ , শিহাব রহমান , ফয়ছাল , নাইম , সোহান , সৌরভ , মাহবুর রহমান সহ সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ।