
আবু সুফিয়ান.
বগুড়ার ধুনট পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় ধুনট পৌর কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এজিএম বাদশাহ।
ধুনট পৌরসভার সচিব শাহিনূর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র পত্নী রোজিনা আক্তার তুহিন, পৌর কাউন্সিলর শাহজাহান আলী, আলী আজগর মান্নান, রনজু মল্লিক, বাবুল আকতার বাবু, ফজলুল হক সোনা, সোলায়মান আলী, ফরিদ উদ্দিন, শিল্পী খাতুন, আলেকা খাতুন, ধুনট পৌরসবার লাইসেন্স পরিদর্শক নাজমুল হক, কার্যসহকারী মাহমুদুল হাসান টুকু, উচ্চমান সহকারী হোসনে মোবারক, এসেসর আব্দুল মান্নান, টিকাদান সুপার ভাইজার আনোয়ার মল্লিক, টিকাদানকারী মাহবুবা আকতার মিতু, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, কর আদায়কারী এনামুল হক দোলন, সহকারী কর আদায়কারী খলিলূর রহমান, টিকাদানকারী ফারুক হোসেন, ঠিকাদার আব্দুল মোমিন সোহেল ও টিএমএসএস ধুনট উপজেলা শাখার সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি।

