এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভুমিকায় অভিনয় করবেন ঢাকাই ছবির চিত্রনায়ক আরিফিন শুভ। তবে রূপালি পর্দায় নয়, একটি মঞ্চ পরিবেশনায় ভিনদেশিদের সামনে বঙ্গবন্ধু বেশে হাজির হবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শুভ নিজেই।
বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ায় খুবই উচ্ছ্বসিত তিনি। বঙ্গবন্ধুর চরিত্রে তার ‘লুক’ এর স্থিরচিত্রও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন শুভ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি সম্মানিত আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে রূপদান করতে পেরে, জয়বাংলা।’
জানা যায়, অস্ট্রেলিয়ার সিডনিতে বঙ্গবন্ধু কাউন্সিলের আয়োজনে স্থানীয় এএনজেড স্টেডিয়ামে ‘আই অ্যাম দাই ফাদার’ শিরোনামের নাটকটির মঞ্চায়ন হবে। আগামী ১৩ মে রাত ৮টায় এই আয়োজনের মধ্যমনি শুভ। পথ প্রোডাকশনের পরিচালনায় নাটকটিতে শুভর সঙ্গে অভিনয় করবেন অস্ট্রেলিয়ায় বসবাসরত স্থানীয় বাঙালিরা। বৈশাখী আয়োজনের অংশ হিসেবে মঞ্চায়ন হবে আই অ্যাম দাই ফাদার
মঞ্চ নাটকটিতে শুধু বঙ্গবন্ধু নন, থাকছেন বিশ্বের আরও তিনি মহান নেতা। তারা হলেন- কিউবার ফ্রিদেল কাস্তো, ভারতের মহাত্মা গান্ধী ও আমেরিকার আব্রাহাম লিংকন। চার নেতার কথোপকথনের ভেতরে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ তুলে ধরা হবে।
সিরাজগঞ্জ প্রতিনিধি. বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক সিরাজড়গঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি চেকপোষ্ট নামক স্থানে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত…