আশরাফুল আলম.
বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, বঙ্গবন্ধু গ্রামীণ জনপদের মানুষকে আলোকিত করছেন। তিনি প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌছে দেওয়ার অঙ্গিকার করেছেন। যার অংশ হিসেবে ইতিমধ্যে দেশের অধিকাংশ গ্রামীণ জনপদে বিদ্যুতের আলো পৌছে গেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা থাকলে উন্নয়নের মাধ্যমে দেশ আলোকিত হয়। এজন্য আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। নিমগাছী, এলাঙ্গী, মথুরাপুর ও চিকাশী ইউনিয়নের প্রায় ২১ কিলোমিটার এলাকায় ১৪৩০টি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, সাবেক সহসভাপতি কুদরত-ই খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী পাইকার, বগুড়ার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম খালেকুজ্জামান, ধুনট অফিসের সহ জেনারেল ম্যানেজার বিজয় কুমার কুন্ডু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা।


