বঙ্গবন্ধু শুধু একটি দলের নয় তিনি সমগ্র দেশ ও জাতির -হুইপ ওমর

শাফায়াত সজল , বগুড়া থেকে.

 


জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল বিদ্যালয়ের সভাপতি স্পেশাল এপিপি খায়রুল বাশার নিলুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জননেতা নুরুল ইসলাম ওমর এমপি। তিনি বলেন“ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু শুধু একটি দলের নয়,তিনি পুরো দেশের,সমগ্র জাতির”।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার,নিশিন্দারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহেদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুদেব চন্দ্র পাল,দাতা সদস্য শাহিদুল আলম মিন্টু,জিব্রাইল হোসেন রানা, সিনিয়র শিক্ষক আব্দুল কাদের, মোহাম্মাদ  আলী,ফিরোজ আল মামুন স্বপন, আবিদ আজাদ,রশিদুল বারী, মাহফিলা বেগম, হেলেনা বেগম, তিন্না খুরশীদা জামান, সুহেল উদ্দিন সহ সকল ছাত্রছাত্রী বৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক মিজানুর রহমান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ