Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪ জেলার ৭ লাথ ৭৬ হাজার ২০২ জন কৃষককে ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার পুনর্বাসন সহায়তা দেবে সরকার।
আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, ২০১৭-১৮ বোরো ও রবি মৌসুমে ৭ লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষকের পুনর্বাসনের জন্য ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সার ও বীজ প্রদান করবে সরকার। ২৪টি জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এই সার ও বীজ পাবেন।
কৃষিমন্ত্রীর তথ্যানুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইল ও রাজশাহীর কৃষকদের এই বীজ ও সার দেয়া হবে।
মতিয়া চৌধুরী বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ১ লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষককে রবি মৌসুমে ১৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, খেসারি ও বোরো ধানের বীজ, অন্যান্য শাক-সবজির বীজ এবং ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। হাওরের জেলাগুলোর ৬ লাখ কৃষককে বোরো বীজ, ডিএপি, এমওপি সার ও নগদ অর্থ সহায়তা বাবদ ১১৭ কোটি টাকা দেয়া হবে।