বর্তমান সরকার চিকিৎসাসেবা বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে -মোহাম্মদ নাসিম


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আবদুল জলিল.


স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম বলেন, আ’লীগ সরকার চিকিৎসাবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এই সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। তিনি বলেন, বর্তমানে আমাদের ওষুধ গুনে-মানে উন্নত হওয়ায় বিশ্বের নানা দেশে রপ্তানি হচ্ছে। পাশ্ববর্তী অনেক দেশের চেয়ে আমাদের দেশের চিকিৎসাসেবার মান অনেক উন্নত।

    চিকিৎসকদের নিরলস পরিশ্রমে আর সরকারের স্বাস্থ্য বিষয়ে বিশেষ নজরদারীর ফলে মা ও শিশু মৃত্যুর হার কমে যাওয়ায় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করা হয়েছে। তিনি চিকিৎসকদের সতর্ক করে বলেন, জনগণের পয়সায় ডাক্তার হয়েছেন কাজেই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে চাকুরী ছেড়ে দিতে হবে।

    গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজীপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ক অবহিত করণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম উপরোক্ত কথাগুলো বলেন।

    কাজীপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালার ব্যবস্থাপনায় ছিলেন এমসিএইচ সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও মহা পরিচালক ডাঃ কাজী মোস্তফা সরোয়ার,(জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা আইন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব আ.খ.ম মাসিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতিজার আহম্মেদ, ডাঃ মোঃ শরিফ, ডাঃ এ বিএম শামসুদ্দিন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মুনজুর রহমান সেখ, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ