বিনোদন ডেস্ক.

বয়স ৮ মাস। এরই মধ্যে সিনেমায় অভিষেক হতে চলেছে তৈমুর আলি খানের! সত্যিই কি তাই? বিষয়টি ঠিক কী? ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, তৈমুরের মা অর্থাৎ কারিনা কাপুর খানের পরবর্তী ছবি ‘ভির ডে ওয়েডিং’ এ দেখা যাবে ছোট্ট তৈমুরকে। ওই ছবিতে একটি অতিথি চরিত্রে থাকবে ছোট নবাব।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এ দাবি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন কারিনার মুখপাত্র। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা গুজব। ভির ডে ওয়েডিংয়ে তৈমুরকে কোনো অতিথি চরিত্রে দেখা যাবে না। এটা নিছকই কারো কল্পনা।’ ওই ছবির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, তৈমুরের এ ছবিতে থাকার খবর পুরোটাই গুজব। এখন এ ধরনের গুজব বন্ধ হবে বলেই আশা প্রকাশ করেছেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।

