‘বস ২’র ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক.

কলকাতার সুপারহিট ছবি ‘বস’। জিৎ ও শুভশ্রী অভিনীত ছবি মুক্তি পায় ২০১৩ সালে। এ ছবির সাফল্যের পরই ‘বস ২’ নিমার্ণের ঘোষণা আসে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ছবির কাজ। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
ছবিটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে। বাংলাদেশের আব্দুল আজিজ ও ভারতের বাবা যাদব পরিচালিত ‘বস ২’তে জিৎ-শুভশ্রী ছাড়া আরও অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া।
এদিকে শুক্রবার মুক্তির পর ছবিটির ট্রেলার এ পর্যন্ত এক লাখের বেশি বার দেখা হয়েছে। দর্শকদের মাঝেও বেশ সাড়া ফেলে দিয়েছে এটি। অ্যাকশন দৃশ্যে জিতের স্টাইলের প্রশংসা করেছে অনেকে। ট্রেলারে নুসরাত ফারিয়াকে খুবই কম দেখানো হলেও তার লুকও প্রশংসিত হয়েছে। অনেকে আবার এটিকে বলিউডের ছবিগুলোর ট্রেইলারের সমমানসম্পন্ন বলেও দাবি করেছেন।
ট্রেইলারের শুরুতে ‘স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিৎ’ বেশ সাড়া ফেলে দিয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, এ বছরের সেরা ছবি হতে যাচ্ছে ‘বস টু’। ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ