বাংলাদেশকে ধোঁকাবাজ বললেন পাক সাংবাদিক


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.

বাংলাদেশ সরকারের সমালোচনা করে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের উপস্থাপক ও সাংবাদিক হামিদ মীর তার বাবা ওয়ারিস মীরকে বাংলাদেশের দেয়া ‘ফরেন ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ সম্মাননা ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ ধোঁকা দিয়েছে।
পাকিস্তান টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের হয়ে পশ্চিম পাকিস্তানের বিপক্ষে সোচ্চার অবস্থান নিয়েছিলেন অধ্যাপক ওয়ারিস মীর। ২০১৩ সালে ওয়ারিস মীরসহ মোট ১৩ জন পাকিস্তানিকে ‘ফরেন ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হয়।
    বৃহস্পতিবার ‘ক্যাপিটাল টক’ নামে জিও টিভির এক টকশোতে হামিদ মীর বলেন, ২০১৩ সালে বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার প্রস্তাব দেয় এবং ১৯৭১ সালে সামরিক যুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন সেসব পাকিস্তানিদের বাংলাদেশ পুরস্কার প্রদান করবে। ওই সময় ১২ থেকে ১৩ জন এই পুরস্কার নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাদের মধ্যে আমার বাবাও ছিলেন। পরে আমরা তাদের পক্ষে বাংলাদেশে গিয়ে পুরস্কার গ্রহণ করি। কিন্তু এরপর দেখলাম, বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে অবনতি করেছেন। এখন মনে হচ্ছে, পাকিস্তানিদের যে পুরস্কার দেয়া হয়েছিল তা ছিল ধোঁকা।
    হামিদ মীর দাবি করেন, পরিস্থিতি এমন অবস্থানে নিয়ে গেছে যে, বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি নয়। তার অভিযোগ, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো চায় না। বাংলাদেশ সরকার ওই পুরস্কার প্রদানের মাধ্যমে পাকিস্তানিদের ধোঁকা দিয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ