বাংলাদেশীকে ধরে নিয়ে গেছেবিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট থেকে.

লালমনিরহাটে সীমান্ত থেকে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশী গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনাী বিএসএফ। মঙ্গলবার রাতে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী- চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।
চ্যাংড়াবান্ধা সীমান্তবাসী জানান, ওই সীমান্তের ৮৪২ নং মেইন পিলারের ৪ নং সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু আনতে যায় বুড়িমারী ইউনিয়নের মংলীবাড়ী এলাকার হাসান আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৫) । এ সময় ৬১ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল দল তাকে ধাওয়া করে ধরে নিয়ে যায়।
এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ পত্র দিলে ভারতীয় বিএসএফ বলেন, তারা শফিকুলকে তাদের অভ্যান্তর থেকে ধরে নিয়ে গেছে। যে কারণে তাকে ভারতীয় পুলিশে সোর্পদ করেছেন।
১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র লালমনিরহাট ক্যাম্পের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোর্শদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ