বাংলাদেশের বিপক্ষে খেলছেন মাহমুদউল্লাহ !

নিউজ ডেস্ক.

খবরটা শুনে যে কেউ চমকে যেতে পারেন। বাংলাদেশ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহ কিনা বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছেন! হ্যাঁ, আসলেও তাই। প্রস্তুতি ম্যাচ বলেই তা সম্ভব হয়েছে।
ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুধু মাহমুদউল্লাহই নন, পেসার শফিউল ইসলামও খেলতে নেমেছেন। আজ তাঁরা দুজনই সাসেক্স একাদশের হয়ে খেলছেন।
আজ শনিবার ইংল্যান্ডের হোভের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে খেলছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, শুভাশীষ রায় ও সানজামুল ইসলাম।
ওপেনার তামিম ইকবাল কাঁধে হালকা ব্যথা পেয়েছেন। তাই তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। স্ত্রীর অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দেশে এসেছেন। তাই এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন মুশফিক।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১ উইকেটে ৫২। ইমরুল ২৭ এবং সাব্বির অপরাজিত ১৫ রানে।
এর আগে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ