বাংলাদেশের মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

আগামী ১ জুন ইংল্যান্ডে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তবে তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবং পাকিস্তান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে আমরা ইংল্যান্ডে ১০ দিন প্রস্তুতি ক্যাম্প করবো। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবো। এরপর আয়ার‌ল্যান্ডে চারটির মত ম্যাচ খেলার পর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেব।
তিনি আরও জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে মূল পর্বের খেলার আগে পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
উল্লেখ্য, ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করার জন্য আগামী ২৬ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখান থেকে ৭ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে যাবে মাশরাফিরা। ডাবলিনে বাংলাদেশের শেষ ম্যাচ ২৪ মে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ ১ জুন, ইংল্যান্ডের

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ