Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
মিচেল স্টার্ককের পর এবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে হারাতে বসেছে অস্ট্রেলিয়া। বলের আঘাতে মাথায় চোট পেয়েছেন ওয়ার্নার। ডারউইনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাথায় চোট পান এই ব্যাটসম্যান। ওয়ার্নারের চোটটা কতটা গুরুতর সেটি এখনো জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
১০ আগস্ট ডারউইনে বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করে অস্ট্রেলিয়া। এরপর একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামে ওয়ার্নার একাদশ ও স্মিথ একাদশ। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ওয়ার্নার একাদশ তোলে ছয় উইকেটে ৩৬০ রান। পিটার হ্যান্ডসকম্ব ১৩০ বলে ১০৫ রান করেন। এ ছাড়া হিল্টন কার্টরাইট করেন ৮১ রান। শুরুতেই মাত্র ১৯ রানে দুই উইকেটে হারানোর পর হ্যান্ডসকম্ব-কার্টরাইন যোগ করেন ১৭৪ রান। জবাবে প্রথম ইনিংসে ছয় উইকেটে ১৮১ রান করার পর ইনিংস ঘোষণা করেন অধিনায়ক স্টিভেন স্মিথ।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত পান ডেভিড ওয়ার্নার। জস হ্যাজেলউডের একটি বাউন্স সামলাতে পারেননি তিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, হ্যাজেলেউডের বাউন্সারটাতে হুক করতে পেয়েছিলেন তিনি। তবে বলটা এসে লাগে তাঁর হেলমেটের ঠিক নিচের অংশে। ঘাড়ে বেশ ব্যথা পেয়েছেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক। এরপর মাঠ ত্যাগ করেন তিনি। অনেকক্ষণ ঘাড়ে বরফ লাগিয়ে রাখেন ওয়ার্নার।
১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে একটি প্রস্তুতি ম্যাচ। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, ২৭ থেকে ৩১ আগস্ট। আর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৪ সেপ্টেম্বর থেকে।