বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক.



চলতি বছরের আগস্টে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিরাপত্তা ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া অনেক পর্যবেক্ষণের পর বাংলাদেশে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দল পাঠাতে যাচ্ছে। শুক্রবার দুই টেস্ট সিরিজের জন্য স্টিভ স্মিথকে অধিনায়ক ও ডেভিড ওয়ার্নারকে সহ-অধিনায়ক করে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

টেস্ট দলে ফিরেছেন দীর্ঘ ইনজুরি থেকে ফেরা ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। এছাড়া বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া। নতুন মুখ হিসেবে থাকছেন অলরাউন্ডার হিল্টন কার্টরাইট। বাংলাদেশ সিরিজে ইনজুরির কারণে বিশ্রাম দেয়া হয়েছে ফাস্ট বোলার মিচেল স্টার্ককে। ভারত সিরিজে খেলা বাঁহাতি স্পিনার স্টিভেন কিফকে বাংলাদেশ সফল থেকে বাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দুটি টেস্ট খেলার জন্য ১৮ আগস্ট অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পৌঁছাবে। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা। তারপর শুরু হবে মূল সিরিজ। ২৭-৩১ আগস্ট প্রথম টেস্ট ঢাকায় ও ৪-৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশ ও ম্যাথু ওয়েড। ক্রিকেট অস্ট্রেলিয়া।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ