বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরই মধ্যে তারা ঘোষণা করেছে শক্তিশালী স্কোয়াড। এর থেকেই বোঝা যায় টাইগারদের মোটেই হালকা ভাবে নিচ্ছে না অজিরা। আর এই সফরকে সামনে রেখেই ‘পূর্ণ প্রস্তুতি’ নিয়ে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আসন্ন টেস্ট সিরিজের আগে ডারউইনে সাতদিনের প্রস্তুতি ক্যাম্প করবে টিম অস্ট্রেলিয়া। শনিবার সেটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

    বাংলাদেশ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিযা। অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষে স্কোয়াডে আরো একজন পেস বোলারকে অন্তর্ভুক্ত করতে চায় সিএ। এরইমধ্যে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দুই খেলোয়াড় অ্যাস্টন অ্যাগার ও হিল্টন কার্টরাইট অজি স্কোয়াডে জায়গা করে নেন।

    সিএ’র ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১০ আগস্ট সাতদিনের ট্রেনিং ক্যাম্প শুরু হবে। স্কোয়াডের খেলোয়াড়দের সঙ্গে আরো কিছু খেলোয়াড়কে যোগ করে ১৪ আগস্ট মারারা ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই ক্যাম্পে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের যোগদান বাধ্যতামূলক করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন দলটি ওই ক্যাম্পে তিনদিনের ইন্ট্রা-স্কোয়াড ম্যাচও খেলবে। মারারা ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে ১৪ আগস্ট।

    এই প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরমেন্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড জানান, ‘আমরা বাংলাদেশ সফরকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। ওখানে যাবার আগে প্রতিটি ক্রিকেটারকে ঝালিয়ে নেওয়া হবে। নর্দার্ন টেরিটরি প্রদেশের সরকারকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সফরের আগে আমাদের ক্রিকেটারদের অনুশীলনের যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়ার জন্য। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই স্থানটি আমাদের সাহায্য করবে।

    বাংলাদেশের বর্তমান আবহাওয়ার সাথে অস্ট্রেলিয়ার আবহাওয়া পুরো বিপরীত। তাই বাংলাদেশ সফরকে হালকা করে নিচ্ছেনা অজিরা। এই কারণেই নর্দার্ন টেরিটরির সবচেয়ে জনবহুল শহর ডারউইনকে বেছে নেয়া হয়েছে প্রস্তুতির জন্য।

    প্যাট হাওয়ার্ডের ভাষ্যমতে, ‘আমরা খুব কাছে থেকে বাংলাদেশের কন্ডিশন বুঝতে চাই। ভারত সফরের আগে আমরা সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুবাইয়ে ক্যাম্প করেছিলাম। এবার বাংলাদেশে যাওয়ার আগে ডারউইন থেকেই উড়াল দিতে চাই।’

    উল্লেখ্য, আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সবকিছু ঠিক থাকলে ২২-২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে অজিদের বাংলাদেশ সফর। মিরপুর স্টেডিয়ামে ২৭ আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। এই দু দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৪-৮ সেপ্টেম্বর।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ