Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭-এর ২৩তম আসরের উদ্বোধনী দিনে টলিউডের অভিনয় শিল্পীদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, কমল হাসান, শাহরুখ খান ও কাজল।
কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় উৎসবের উদ্বোধন করেন শাহরুখ খান। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্যে বাংলায় কথা বলে উপস্থিত ভক্ত ও অন্যান্যদের চমকে দিয়েছেন তিনি। প্রথমে ইংরেজি বক্তব্যে শাহরুখ বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছিলাম বাংলা শিখব। আমার বাংলা উচ্চারণ কিছুটা ভালো হয়েছে। এই আট লাইন আমার চেষ্টার নমুনা। দয়া করে সহ্য করবেন। আমাকে সঠিকভাবে এটি করতে দিন, পরের বছর কাগজে না পড়েই বলব।’
এরপর এ অভিনেতা বাংলায় বক্তৃতা দিয়ে বলেন, ‘এই ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিতবোধ করছি। সংস্কৃতি ও ঐতিহ্যের শহর, সবচেয়ে মিষ্টি শহর কলকাতা। আপনাদের সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।’
এরপর এ অভিনেতা পুনরায় ইংরেজিতে বলেন, ‘আমার বন্ধুদের বলব পরবর্তী বছর আমাকে একটি ধুতি দিতে। এরপর এখানে এসে অনর্গল বাংলায় কথা বলব।’
এর আগে বিভিন্ন সময় ভাঙা ভাঙা বাংলায় কথা বলার চেষ্টা করেছেন শাহরুখ। এমনকি গত বছর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও বাংলায় কথা বলেছেন তিনি।