আগামীকাল কাজীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল জলিলের বাবা বিশিষ্ট বাউল শিল্পী ও পালাকার হাসান আলী চিশ্তির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ।
২০১২ সালের এই দিনে তিনি ওফাৎ লাভ করেন। দিনটি উপলক্ষ্যে মরহুমের নিজ বাড়ি বিলচতলে বাদ আছর ওয়াজ মাহফিল ও রাতে হালকায়ে যিকির অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তাশরিফ আনবেন দরবারে বারীয়ার গদিনশীন শাহজাদা ইয়াহইয়া চিশতি(রঃ)।