Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
আগে খুব বেশি হিট এবং বড় তারকা না থাকলে ছবির দ্বিতীয় পর্ব নির্মাণের কথা মাথায় আনতেন না বলিউড নির্মাতারা। কিন্তু গত কয়েক বছর বলিউডে লেগেছে সিক্যুয়েল নির্মাণের ধুম। হিট তো বটেই, বক্স অফিসে মোটামুটি সাড়া জাগানো, ছোটবড় সব তারকা নিয়েই বলিউড নির্মাতারা নেমে পড়ছেন সিক্যুয়েল নির্মাণের মহাযজ্ঞে। তবে এ নিয়ে বিড়ম্বনাও রয়েছে। এই যেমন ‘বাঘি’ চলচ্চিত্রের প্রথম খণ্ডে অভিনয় করা শ্রদ্ধা চাইছেন দ্বিতীয় খণ্ডেও অভিনয় করতে। কিন্তু পরিচালকের পছন্দের তালিকায় রয়েছেন অন্য কেউ।
২০১৬ সালে মুক্তি পাওয়া শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি’ বক্স অফিসে আয় করে প্রায় ১২৭ কোটি রুপি। তাই এই অভিনেত্রী চান এই ছবিটির দ্বিতীয় পর্ব নির্মাণ করা হোক। ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে বিষয়টি জানালে তিনিও এই ছবিটির দ্বিতীয় পর্ব নির্মাণে আগ্রহ প্রকাশ করেন। তবে দ্বিতীয় পর্বে নায়ক হিসেবে টাইগার শ্রফকে রাখলেও শ্রদ্ধা কাপুরের ব্যাপারে আগ্রহ হারিয়েছেন এই প্রযোজক। শ্রদ্ধার পরিবর্তে দিশা পাটানিকে নিতে চান সাজিদ।
ডিএনএ ইন্ডিয়া ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায়, ‘বাঘি চলচ্চিত্রের প্রথম খণ্ডের জন্য দিশা পাটানিই ছিল প্রথম পছন্দ। কিন্তু পরে তারা চাইল দর্শকদের মাঝে চাহিদা রয়েছে এমন কোনো অভিনেত্রীকে ছবিটির নায়িকা চরিত্রে নেওয়া হোক। তখন দিশার বদলি হিসেবে ছবিতে শ্রদ্ধার অন্তর্ভুক্তি হয়। তবে শ্রদ্ধা এখন বাঘি চলচ্চিত্রে আবারও অভিনয় করতে চান। ছবিটির দ্বিতীয় পর্বের জন্য নিজের গাঁটের পয়সা খরচ করতেও পিছপা হবেন না তিনি। কিন্তু ছবির নির্মাতা ও প্রযোজক চাইছেন পর্দায় দিশা ও টাইগারের রসায়ন ফুটিয়ে তুলতে।’
ছবিটির প্রথম খণ্ড পরিচালনা করেছিলেন সাব্বির খান। সঞ্জীব দত্তের লেখা কাহিনীতে বাঘির প্রথম খণ্ডে শ্রদ্ধা ও টাইগার ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল গ্রোভার, প্রকাশ আরোরা, সুধীর বাবু, সঞ্জয় মিশ্রা। গত বছর ২৯ এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল।