‘বাজার’ -এ দেখা যাবে রাধিকাকে

বিনোদন ডেস্ক.

বলিউডের পরিচিত সমালোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। অনেক আগে থেকে সিনেমায় অভিনয় করলেও সুজয় ঘোষের ‘অহল্যা’ দিয়েই সবার নজর কাড়েন তিনি। এবার তাকে দেখা যাবে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ‘বাজার’ সিনেমায়।
এর আগে রজনীকান্তের মতো বড় তারকার সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন তিনি। উপহার দিয়েছেন একাধিক সফল ও নন্দিত সিনেমা। এবার সাইফ আলি খানের ‘বাজার’ ছবিতে থাকছেন রাধিকা।
জানা গেছে, ‘বাজার’ ছবিটি ২০১৩ সালের হলিউড ছবি ‘দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট’ থেকে অনুপ্রাণিত। এই ছবিতে রাধিকা আরও অসাধারণ অভিনয় উপহার দেবেন দর্শকদের, এমন আশা প্রকাশ করেছেন ছবির নির্মাতা।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ