Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
প্রস্তাবিত বাজেটে গরিব ও নিম্ন আয়ের মানুষ বেশি চাপে পড়বে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এখন পর্যন্ত কোনো কল্যাণধর্মী বাজেট তৈরি করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মান্না।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এই পর্যন্ত কোনো কল্যাণধর্মী বাজেট তৈরি করা হয়নি। বেশির ভাগ ক্ষেত্রে এটার মধ্যে মিথ্যাচার আছে। বড় বাজেট করার জন্য জনগণের ওপর ট্যাক্স বেশি করা হচ্ছে। এই যে ট্যাক্সটা করা হচ্ছে, সেই ট্যাক্সে গরিব মানুষ, নিম্নস্তরের আয় যাঁরা করেন তাঁদের ওপর বেশি চাপছে।’
মাহমুদুর রহমান বলেন, সরকারের জবাবদিহিতার জায়গা নেই, তাই বাজেটেও কল্যাণমুখী কিছু নেই। দেশের অর্থনীতি ও রাজনীতির এই সংকট থেকে বের হতে হবে। এর জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা জরুরি।
স্বল্প আয়ের মানুষকে স্বস্তি দিতে ব্যাংক হিসাবে লেনদেনের ওপর আবগারি শুল্ক কমানোর পাশাপাশি করমুক্ত আয়ের সীমা বাড়ানোর দাবি জানান সেমিনারের বক্তারা।