বাবুর্চি ও গার্ড বাবদ ৩২ হাজার টাকা পাবেন সচিবরা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


মন্ত্রিপরিষদ সচিবসহ সব সচিব ও সচিব পদমর্যাদার চাকরিজীবীরা তাদের বাসার জন্য সরকারের দেয়া বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী নেবেন না। বদলে মাসিক ভাতা নেবেন তারা। ভাতার পরিমাণ ১৬ হাজার করে প্রতি মাসে মোট ৩২ হাজার টাকা। জনপ্রশাসন মন্ত্রণালয় গত রবিবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

    মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবদের জন্য মূলত এ পরিপত্র জারি করা হয়। তবে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা (পিআরএল), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরাও একই সুবিধা পাবেন।

    পরিপত্রে বলা হয়েছে, সচিবরা এখন থেকে বাবুর্চির পরিবর্তে ১৬ হাজার টাকা ‘কুক অ্যালাউন্স’ এবং নিরাপত্তা প্রহরীর পরিবর্তে আরও ১৬ হাজার টাকা ‘সিরিউরিটি অ্যালাউন্স’ পাবেন।

    সচিবদের জন্য সরকারের নতুন এই সিদ্ধান্ত গত ১ অক্টোবর থেকে কার্যকর ধরা হয়েছে।

    সরকারের জ্যেষ্ঠ সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবরা যে দফতরেই থাকুক না কেন সবাই এই সুবিধা পাবেন বলে পরিপত্রে বলা হয়েছে।

    জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদার ৭৯ জন কর্মরত আছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ