Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করার পর লিওনেল মেসি জানিয়েছেন, ক্লাবটিকে নিজের বাড়ির মতো দেখেন তিনি। এখানেই ক্যারিয়ার শেষ করাটা স্বপ্ন তার।
দীর্ঘ অপেক্ষার পর শনিবার কাতালান ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তি করেন মেসি। ২০২০-২০২১ মৌসুম পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকবেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
নতুন চুক্তিতে ৩০ বছর বয়সী খেলোয়াড়ের বাইআউট ক্লজ ধরা হয়েছে ৭০ কোটি ইউরো।
নতুন চুক্তি চূড়ান্ত হতে দেরি হওয়ায় মেসির ভবিষ্যৎ নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল। তারকা এই খেলোয়াড় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন বলে কিছু সংবাদমাধ্যম খবর ছাপায়। এরও আগে নিজ দেশে ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেন মেসি।
বার্সেলোনায় নতুন চুক্তি শেষে মেসির বয়স দাঁড়াবে ৩৪। ১৩ বছর বয়সে ক্লাবটিতে যোগ দিয়ে এখন পর্যন্ত থাকতে পেরে খুবই খুশি আর্জেন্টাইন এই খেলোয়াড়।
নতুন চুক্তি করার পর বার্সা টিভিকে মেসি বলেন, ‘সইটা করতে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আজ এটা সম্পন্ন হলো। ক্লাবটির সঙ্গে এখনো যুক্ত থাকতে পেরে আমি সন্তুষ্ট। আমি সবসময়ই বলি, এটা আমার বাড়ি। আমি সবসময় এখানে আমার ক্যারিয়ার শেষ করতে চেয়েছি। বার্সেলোনার সঙ্গে থেকে ক্যারিয়ার শেষ করাটা আমার স্বপ্ন। আমরা সঠিক পথেই আছি।