বাহুবলির হিন্দি সংস্করণে হৃতিক-দীপিকা?

নিউজ ডেস্ক.

তামিল বা তেলেগু ছবির হিন্দি সংস্করণ নির্মাণ বলিউডের নিয়মিত ব্যাপার। গজনি, ওয়ান্টেডের মতো বক্স অফিসকাঁপানো চলচ্চিত্রগুলো মূলত তামিল বা তেলেগু চলচ্চিত্রের হিন্দি সংস্করণ। আর গোটা বলিউড যেভাবে বাহুবলি-জ্বরে আক্রান্ত, সেখানে ভাবুন তো যদি বাহুবলির হিন্দি সংস্করণ নির্মাণ করা হয়, তাহলে কে হবে এই চলচ্চিত্রের কলাকুশলী? হিন্দি সংস্করণে বাহুবলি ও দেবসেনার চরিত্রে হৃতিক ও দীপিকাকে উপযুক্ত মনে করেন বাহুবলির স্রষ্টা কে ভি বিজেন্দ্রাপ্রসাদ।
মুক্তির এক সপ্তাহের মধ্যেই বাহুবলির আয় প্রায় সব বলিউড চলচ্চিত্রকে ছাড়িয়ে গেছে। তাই ভক্তরা চাইছেন অন্যান্য তামিল বা তেলেগু ছবির মতো বলিউডেও নির্মাণ করা হোক বাহুবলি। বাহুবলি নির্মাণের সব কৃতিত্ব এস এস রাজমৌলীর কাছে গেলেও এর পেছনের কারিগর ছিলেন বাহুবলির লেখক কে ভি বিজেন্দ্রপ্রসাদ। ভক্তদের এমন প্রতিক্রিয়া দেখে ডিএনএ ইন্ডিয়াকে তিনি বলেন, “এটা আমাকে অভিভূত করেছে। এটি আমার জন্য একটি পরম পাওয়া যে ‘বাহুবলি’র তুলনায় ‘বাহুবলি ২’ বেশি ভালো করেছে এবং জনগণ চলচ্চিত্রটাকে ভালোবেসেছে। আর এটা আমাকে অনেক তৃপ্তি দিয়েছে।”
হিন্দি কলাকুশলী নিয়ে ‘বাহুবলি’ নির্মাণের কোনো সুযোগ রয়েছে কি না ডিএনএ ইন্ডিয়ার এমন প্রশ্নের জবাবে সরাসরি ‘না’ করে দেন ‘বাহুবলি’ সিরিজের এই লেখক। তবে যদি নির্মাণ করা হয় সে ক্ষেত্রে কারা অভিনয় করতে পারেন সেই ব্যাপারে একটি মতামত দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি মনে করি হৃতিক রোশনের ‘বাহুবলি’ চরিত্রে অভিনয় করা উচিত এবং দীপিকা পাডুকোনের দেবসেনা চরিত্রে অভিনয় করা উচিত। তাঁদের একসঙ্গে চমৎকার লাগবে। তাঁরা অসাধারণ অভিনেতা-অভিনেত্রী’।
বাহুবলি ছবির প্রথম খণ্ড ‘বাহুবলি : দ্য বিগিনিং’ মুক্তি পায় ২০১৫ সালে। ছবিটিতে দেখানো হয় শিবা নামের এক যুবকের কাহিনী। বড় হওয়ার পর যুবক জানতে পারে, সে মাহিশমাতের রাজা অমরেন্দ্র বাহুবলির ছেলে মহেন্দ্র বাহুবলি। ছবিটির প্রথম পর্বে আনুশকা শেঠিকে অমরেন্দ্র বাহুবলির স্ত্রী দেবসেনার ভূমিকায় দেখা যায়। বাহুবলির মৃত্যুর পর তাকে বন্দি করে রাখা হয়। তামান্না ভাটিয়া রয়েছেন মহেন্দ্র বাহুবলির প্রেমিকা অবন্তিকার চরিত্রে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ